কোচ পেপ গার্দিওলা আজ যখন চিরচেনা বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে নামছেন তখন তার দুর্দান্ত কোচিং কলা কঠিন এক পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। কেননা বার্সার প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের পর্বের এই খেলাটির ফলাফল যা-ই হোক না কেন বার্সার সমর্থকরা গার্দিওলাকে উষ্ণ সংবর্ধনা জানানোর জন্যই প্রস্তুত থাকবেন। কেননা ক্লাব বার্সার শক্তিশালী বার্সা হয়ে ওঠার মুখ্য কারিগরই ছিলেন এই স্প্যানিশ কোচ। ক্লাবটিতে খেলোয়াড়ি জীবনের পর চার বছর কোচের দায়িত্ব পালন করে কী না জিতেছেন গার্দিওলা? লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ চার বছরে বার্সাকে ১৪টি শিরোপা জিতিয়েছেন তিনি! এর মধ্য দিয়ে কোচ হিসেবেও তারকা দ্যুতি ছড়ান গার্দিওলা। যে বার্সার সাফল্যের অপর নাম গার্দিওলা, সেই দলটির বিপক্ষেই আজ লড়তে যাচ্ছেন এই স্প্যানিশ কোচটি! প্রতিপক্ষ দলের কোচ হলেও সফল কোচ গার্দিওলার এই প্রত্যাবর্তনকে অনেক ‘আবেগময়’ করে দেখছে কাতালান ক্লাবটির সমর্থকরা। খবর: ইত্তেফাক
Last modified: October 20, 2016
Webmail