মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডের ছবি ‘ঘাজি’

October 20, 2016

একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আবারও নির্মিত হচ্ছে বলিউডের ছবি। পট একাত্তর হলেও এতে মূলত দুটি ডুবোজাহাজে সংগঠিত লড়াইয়ের গল্প উঠে আসবে। ছবিটির নাম ‘ঘাজি’।

এতে মূল দুটি চরিত্রে অভিনয় করছেন তামিল ব্যবসাসফল ছবি ‘বাহুবলী’র খলঅভিনেতা রানা রাগ্গুবাতি ও সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত ‘পিঙ্ক’ ছবির নায়িকা তাপসী পান্নু। ছবিটি পরিচালনা করছেন সংকল্প রেড্ডি। এটি হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত হবে। এছাড়া তামিল ভাষায়ও ডাব করা হবে।
বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে অংশ নেওয়া দুটি ডুবোজাহাজের (সাবমেরিন) গল্প উঠে আসবে এই ছবিতে। যুদ্ধ চলাকালে পাকিস্তানের ডুবোজাহাজ পিএনএস ঘাজিকে ধ্বংস করে ভারতের আইএনএস রাজপুত। খবর: বাংলা ট্রিবিউন

Download/Print

Last modified: October 20, 2016

Leave a Reply

Your email address will not be published.