দীর্ঘ বিরতিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ

October 20, 2016

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলার পর কেটে গেছে ১৪ মাস ১৭ দিন। এর মধ্যে বাংলাদেশ একটি টেস্টও খেলেনি। অথচ এই সময়ে ইংল্যান্ড খেলে ফেলেছে ১৬টি টেস্ট। খুব স্বাভাবিক ভাবেই এমন দীর্ঘবিরতি খেলোয়াড়দের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে। মুশফিক অবশ্য দীর্ঘ এই বিরতিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, ‘আমাদের ভালো খেলতে না পারাটা একমাত্র কারণ নয়। ইংল্যান্ডের মতো দল যারা অনেক টেস্ট খেলে, ওদের বিপক্ষ মাঠে নামার আগে প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। তবে এখন বেশি গুরুত্বপূর্ণ আগামী ৫ দিন আমরা কেমন খেলি। এটাতেই আমরা বেশি মন দিচ্ছি; কতদিন খেলিনি সেসব নিয়ে ভাবছি না। ছেলেরা মাঠে নামতে মুখিয়ে আছে। ওয়ানডে ক্রিকেটে একসময় আমরা ভালো খেলছিলাম না, কিন্তু গত ২ বছরে অনেক ভালো খেলেছি। আশা করি, আগামীকাল থেকে টেস্টেও ধারাবাহিকভাবে ভালো খেলার প্রক্রিয়া শুরু করতে পারবো।

টেস্টে ভালো করার পেছনে মানসিকতাকে এগিয়ে রাখছেন মুশফিক। তাই প্রথম টেস্টে সাফল্য পাওয়ার জন্য টাইগার অধিনায়ক সেশন বাই সেশন ধারাবাহিক ক্রিকেট খেলতে চান, ‘চেষ্টা করবো পাঁচটা দিন সেশন বাই সেশন ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে। এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিকভাবে ফিট থাকা। আমরা গত কিছুদিন ধরে অনেক কিছুই চেষ্টা করছি অনুশীলনে। আশা করি, এর প্রতিফলন মাঠে দেখতে পাবেন। খবর: বাংলা ট্রিবিউন

Download/Print

Last modified: October 20, 2016

Leave a Reply

Your email address will not be published.