বংশাল থানার জিডি নং-১৮৮, তারিখঃ- ০৪-০৮-২০১৭ খ্রিঃ মোতাবেক মোঃ তানভির আহমেদ সুমেল (২৮), পিতাঃ মৃত বাচ্চু মিয়া, সাং-১১/১, সিদ্দিক বাজার, থানাঃ বংশাল, ঢাকা বাসার (৪র্থ তলা) হতে গত ০২/০৮/২০১৭ খ্রিঃ তারিখ রাত্রি আনুমানিক ২১.৩০ মিনিটের সময় বের হয়ে যাওয়ার পর ফিরে আসেনি।
নিখোজ ব্যক্তির বর্ণনাঃ
নাম- মোঃ তানভির আহমেদ সুমেল, বয়স- ২৮বছর, বাসা হতে বের হওয়ার সময় তার গায়ে হাফ হাতা জলপাই রংয়ের গেঞ্জি, ও পরণে কালো রংয়ের ফুলপ্যান্ট ছিল। তার মাথার চুল ছিল ছোট ছোট। লম্বা আনুমানিক ৫ ফুট ৬ইঞ্চি। গায়ের রং শ্যামলা, কপালে নামাজ পড়ার চিহ্ন আছে। মুখে খোচা খোচা দাঁড়ি ও গোঁফ আছে। সে ভালো গিটার বাজাতে জানে।
সন্ধান প্রার্থীঃ
মোসাঃ শারমিন আক্তার
নিখোজ ব্যক্তির স্ত্রী
মোবাইলঃ 01626589728
Last modified: October 17, 2017