ডিএমপি নিউজ: নাম- রত্না (০৯), পিতা-মৃত সাইফুল মাতা-মৃত নার্গিস সাং- অজ্ঞাত থানা -অজ্ঞাত জেলা-খুলনা নামের মেয়েটির স্বজনদের খুঁজছে পুলিশ। গত ৭ অক্টোবর’১৭ রাত সাড়ে সাতটার দিকে টেকপাড়া মানিকদিয়া এলাকায় তাকে পাওয়া যায়।
তার হারানো সংক্রান্তে ঢাকা মহানগরীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করা আছে যার নম্বর- ৫৭, তাং- ০৭/১০/১৭ ইং ।
ভিকটিম নিজের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা বলতে পারে নাই। পরবর্তীতে ডিএমপি সকল থানায় জানানো হয়। সংবাদের পর ভিকটিমের কোন আত্মীয় স্বজন না পাওয়ায় রত্না বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করছে।
সমাজের কোন স্ব-হৃদয়বান ব্যক্তি যদি রত্নার ঠিকানা বা আত্মীয় স্বজনের খোঁজ জেনে থাকেন তাহলে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৯১১০৮৫।
Last modified: October 14, 2017