নগরবাসীদের আর্থিক লেনদেন ও নগদ অর্থের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানা থেকে চাহিদার প্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকায় মানি এস্কর্টের সহায়তা প্রদান করা হচ্ছে।
থানার পাশাপাশি রমনা, মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগ এলাকাধীন প্রত্যাশী সংস্থা/ব্যক্তিকে মানি এস্কর্টে সহায়তা প্রদানের জন্য আব্দুল গনি রোডস্থ পুলিশ কন্ট্রোলরুমে ৫টি টিম এবং মিরপুর, গুলশান, উত্তরা ও তেজগাঁও বিভাগ এলাকাধীন প্রত্যাশী সংস্থা/ব্যক্তিকে মানি এস্কর্টে সহায়তা প্রদানের জন্য মিরপুর পুলিশ কন্ট্রোলরুমে (পিওএম পুলিশ লাইন্স) ৫টি টিম মানি এস্কর্টের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
মহানগরবাসীকে এ সেবা প্রদানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অঙ্গীকারাবদ্ধ। ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান হতে শ্রমিকদের বেতনভাতা ও বোনাস প্রদানের লক্ষ্যে গার্মেন্টস কর্তৃপক্ষের পাশাপাশি বড় অংকের অর্থ উত্তোলনকারীদের স্থানীয় থানা, আব্দুল গনি রোডস্থ সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার অথবা মিরপুর পুলিশ কন্ট্রোলরুমে (পিওএম পুলিশ লাইন্স) হতে পুলিশ স্কর্ট গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। স্থানীয় থানা অথবা ডিএমপি সেন্ট্রাল কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার হতে পুলিশ স্কর্ট গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।
মানি এস্কর্টে পরিবহনের যাবতীয় খরচ সহায়তা প্রত্যাশীকে নিজেই বহন করতে হবে। সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো।
কন্ট্রোলরুমের নম্বরসমূহ নিম্নরূপ :
ফোন : ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১
Last modified: August 2, 2017