অজ্ঞাতনামা মৃত বৃদ্ধা মহিলা (৬৫) ভাষানটেক থানার মামলা নং-০৮, তারিখঃ ১০-০৭-২০২০ খ্রিঃ।

December 6, 2020

অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলা, বয়স অনুমান ৬৫ বছর। উক্ত ভিকটিম ০৮-০৭-২০২০ খ্রিঃ ১৩:১৫ ঘটিকায় ভাষানটেক থানাধীন ৩ নং ধামালকোট মোড়ে মটরসাইকেল দূর্ঘটনায় পতিত হয়। পরে তাকে  মুমূর্ষ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ঢাকায় প্রেরণ করা হয়। গত ০৯-০৭-২০২০ খ্রিঃ সময় অনুমান ১২:২০ ঘটিকার সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মোবাইল ফোনে জানান যে, অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলা পরলোক গমন করেছেন। উক্ত ভিকটিমের নাম, ঠিকানা, পরিচয় অদ্যবধি পাওয়া যায় নাই। এমতাবস্থায় উক্ত মৃত অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলার পরিচয় জানা থাকলে বা তাহার পরিবার পরিজনদের ভাষানটেক থানা, ডিএমপি ঢাকায়  যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Download/Print

Last modified: December 7, 2020

Comments are closed.