Prosecution Division

Organogram
  • Dc (Prosecution Division)
    • 1 × Dc
    • 1 × Sr.Ac
    • 1 × Ac
    • 6 × Ins(UB)
    • 30 × Si
    • 6 × Ard si
    • 18 × Asi
    • 84 × Const
    • 1×HA
    • 1× Com.Opertor
    • 1× Stenographer
    • 2 × OA
    • 1 × Sweeper
  • ADC (Prosecution)
    • 1×Adc
    • 1 × Sr.Ac
    • 1 × Ac
    • 5 × Ins(UB)
    • 28 × Si
    • 4 × Ard si
    • 10 × Si(F)
    • 10 × Asi
    • 10 × Asi(F)
    • 6 × HC(A)
    • 3 × HC(UA)
    • 80 × Const
    • 20 × Const(F)
    • 1 × Cook
    • 1 × Sweeper
  • Crime Record Section
    • 1 × Ac
    • 1 × Ins(UB)
    • 4 × Si
    • 4 × Asi
    • 5 × Const
  • Electricity Court
    • 2 × Asi
    • 4 × Const

 

Manpower
  • 1 × Dc
  • 1 × ADc
  • 2× Sr.Ac
  • 3 × Ac
  • 12 × Ins(UB)
  • 62 × Si
  • 10 × Ard si
  • 34 × Asi
  • 173 × Const
  • 1 × HA
  • 1 × Com.Opertor
  • 1× Stenographer
  • 2 × OA
  • 1 × Cook
  • 2 × Sweeper
  • 10 × Si(F)
  • 10 × Asi(F)
  • 6 × HC(A)
  • 3 × HC(UA)
  • 20 × Const(F)

 

Goals/Objective

অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গুরুত্বপূর্র্ণ ইউনিট। নি¤œ আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা ছাড়াও কোর্টে আসামী ও সাক্ষী হাজির করণ, আলামত উপস্থাপন, রেকর্ড-পত্র রক্ষনা-বেক্ষণ ইত্যাদি বহুবিধ কাজের মাধ্যমে বিজ্ঞ আদলতকে বিচার কার্যে সকল প্রকার সহযোগিতা প্রদান করা এই বিভাগের মৌলিক দায়িত্ব। বিচারকার্যে দক্ষতার সহিত আদালতকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। মামলার তদন্তে ক্রটি-বিচ্যুতি দুর করার মাধ্যমে তদন্তের মান উন্নন করা। সকল প্রকার পুলিশি হয়রানি ও অনিয়ন বন্ধ করা। মামলার রেকর্ড পত্রের সুষ্ঠু সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা। পুলিশ সদস্যদের জন কল্যাণমুলক কার্যক্রম গ্রহণ করা।

 

Responsibilities/Activities

সাংগঠনিক কাঠামোর বিন্যাস এবং কার্যক্রমঃ

উপ-পুলিশ কমিশনার
উপ-পুলিশ কমিশনার (অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগ) এর নেতৃত্বে সকল কার্যক্রম পরিচালিত হয়।

উপ-পুলিশ কমিশনার(প্রসিকিউশন বিভাগ) এর দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপঃ

  • অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করা।
  • প্রসিকিউশন ও থানা পুলিশের কর্মকান্ড সমন্বয় সাধনসহ ক্রুটি-বিচ্যুতি নিরূপন পূর্বক তদন্তেরমান উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সমস্যা সমাধানের লক্ষ্যে সময়ে সময়ে মহানগরীর থানা সমূহ সংক্ষিপ্ত পরিদর্শণ এবং থানা অফিসারের সহিত মতবিনিময় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
  • নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন শাখা পরিদর্শণ, সুষ্ঠু জনবল ব্যবস্থাপনার স্বার্থে এবং প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনয়নে প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন/বদলী  কিংবা কর্মবন্টন/পুনর্বন্টনের মাধ্যমে অভ্যন্তরীন পূনর্বিন্যাস করা।
  • ডিএমপি’র অপরাধ বিভাগসহ অন্যান্য বিভাগের সহিত নিয়মিত সভা অনুষ্ঠানের মাধ্যমে কর্মকান্ডের সমন্বয় সাধন এবং বিবিধ সমস্যার সমাধান করা।
  • প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রসিকিউশন বিভাগের সকল সদস্যকে নিয়ে কল্যাণ প্যারেড ব্যবস্থা করা এবং কল্যাণ প্যারেড শেষে এসি, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিয়ে বিভাগীয় কার্যক্রম সংক্রান্তে সভার ব্যবস্থা করা।
  • পুলিশ কমিশনার এবং যুগ্ম পুলিশ কমিশনার(ক্রাইম) এর সাথে আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা।

জনবল ব্যবস্থাপনা, কর্ম-বিভাজন ও কার্যক্রমঃ

জনবল ব্যবস্থাপনা:
সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অত্র বিভাগের জনবল নি¤েœাক্ত ০২ ভাগে বিভক্তঃ

  • সহায়ক জনবল
  • অপারেশনাল জনবল

কর্ম বিভাজন ও কার্যক্রমঃ
অত্র বিভাগের কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগকে ০৪টি উইংএ বিভক্ত করা হয়েছে।

  • প্রশাসন উইং
  • প্রসিকিউশন কন্ডাকটিং উইং
  • হাজতখানা উইং
  • মালখানা উইং

সহায়ক জনবলঃ 
প্রশাসন উইংঃ প্রশাসন উইং সিনিঃ সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন-প্রশাসন এর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে তাকে সহযোগীতা করার জন্য ইন্সপেক্টর(প্রশাসন) রয়েছেন।

অপারেশনাল জনবলঃ
প্রসিকিউশন কন্ডাকটিং উইংঃ সহকারী পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর/সিএসআই/জিআরও/ননজিআরও গণের সমন্বয়ে পরিচালিত হয়।
হাজতখানা উইংঃ সহকারী পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর, এসআই গণের সমন্বয়ে পরিচালিত হয়।
মালখানা উইংঃ সহকারী পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে ইন্সপেক্টর, এসআই গণের সমন্বয়ে পরিচালিত হয়।

অফিস/ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা:
অত্র বিভাগের নিজস্ব কোন অস্ত্র ও গুলি না থাকায় নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য উপ-পুলিশ কমিশনার লালবাগ বিভাগের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়ে থাকে।

 

List of Subordinate Offices/Unites/Sections
  • Prosecution Division
  • GR Office
  • Court Hajot khana
  • Court Malkhana
  • PR Office

Comments are closed.