Message to Commissioner (M2C)

 

M2C_logo

Message to Commissioner (M2C)

স্লোগান :

“M2C: A Window of Smart Policing”

ভিশন :

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ডিএমপির সার্ভিসসমূহ সহজীকরণ এবং দ্রুত স্মার্ট পুলিশিং সেবা প্রদান।

মিশনসমূহ :

১)     ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেবাসমূহ সহজীকরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করা।

২)     ডিজিটালাইজেশনের মাধ্যমে সিটিজেন চার্টারে অন্তভুর্ক্ত সেবাসমূহ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া।

৩)    ঢাকা মেট্রেপলিটন এলাকাধীন নাগরিকদের সাথে কমিশনার মহোদয়ের সেতুবন্ধন রচনা করা।

৪)     স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে শক্তিশালী অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Grievance Redress System – GRS) কার্যকর করা।

৫)     জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goal–SDG 2030) মোতাবেক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক সকল নাগরিকের জন্য সমান পুলিশি সেবা নিশ্চিত করা।

m2cbanner

 

Comments are closed.